সকল মেনু

আইপিওতে ২০০ কোটি টাকা তুলতে আসছে আমান টেক্স, রোড শো শেষ

সিনিয়র রিপোর্টার : ২০১৮ সালে ঢাকার র‌্যাডিসন হোটেলে রোড শো করেছে আমান টেক্স লিমিটেড। সেই থেকে ভেতরে-ভেতরে কার্যক্রম চললেও বা স্থবির থাকলেও ফের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার প্রস্তুতি শেষ করেছে।

কোম্পানিটির নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে বা কাট-অফ প্রাইস নির্ধারিত করতে বিডিং প্রস্তুতির আভাস মিলেছে। যদিও এ বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষ ‘অজ্ঞাত’ বলে জানায়।

আমান টেক্স লিমিটেড ২০০ কোটি টাকা তুলে ব্যবসা সম্প্রসারণে ৯৩ কোটি ৬৫ লাখ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনতে চায়। ভবন নির্মাণে ৩২ কোটি ৬৬ লাখ টাকা, ঋণ পরিশোধে ৬৬ কোটি ৬৬ লাখ টাকা আর আইপিও কার্যক্রমে ৭ কোটি ৩ লাখ টাকা ব্যয় করবে কোম্পানিটি।

আমান টেক্সের পরিশোধিত মূলধন ৮০ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির নিট সম্পদের পরিমাণ ২৯৪ কোটি ৫১ লাখ টাকা। শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ৩৬.৬৪ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানির নিট মুনাফা ৩৪ কোটি ৮৯ লাখ টাকা। ওই সময় শেয়ারপ্রতি আয় ৪.৩৪ টাকা।

ইস্যু ম্যানেজার লংকা-বাংলা ইনভেস্টমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top