সকল মেনু

আইসিবি ইসলামিক ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’

সিনিয়র রিপোর্টার : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোববার এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসই জানায়, আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ২৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৩ পয়সা।

আগামী ১৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট ১১ মে নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top