ঢাকা: পুঁজিবাজারে সূচক ও লেনদেনে গত সপ্তাহে বড় পতন হয়েছে। বিশেষ করে শেষ কার্যদিবসে সূচকের বড় পতনে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলোর বেশির ভাগই মূলধন হারিয়েছে।
তালিকার শীর্ষ নয় কোম্পানির সাতটিরই বাজার মূলধন কমেছে। সপ্তাহের ব্যবধানে এসব কোম্পানির বাজার মূলধন কমেছে প্রায় ৪ হাজার কোটি টাকা। আর এক্সচেঞ্জটির মোট বাজার মূলধন কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি।
ডিএসইর মোট বাজার মূলধনের ৯ দশমিক ৪৮ শতাংশ নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় এ সময় কোম্পানিটির বাজার মূলধন কমেছে প্রায় ২ হাজার ১২ কোটি টাকা।
সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৬৬ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৪৮ হাজার ১৭৮ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৪ দশমিক ১৮ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৭৩ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৭ দশমিক ২ শতাংশ। আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৪ হাজার ১৬১ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন বেড়েছে ১২ কোটি টাকা বা দশমিক শূন্য ৪ শতাংশ।
৬ দশমিক ৮৪ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩০৭ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৩ হাজার ৬৩১ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৩২৪ কোটি টাকা বা দশমিক ৯৬ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে চতুর্থ অবস্থানে রয়েছে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪ দশমিক শূন্য ৬ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৬ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২০ হাজার ১৩১ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৩৫৪ কোটি টাকা বা ১ দশমিক ৭৬ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি বাজার মূলধন হারিয়েছে ৪১৯ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়ায় ১৯ হাজার ৬৬ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৯ হাজার ৪৮৫ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২ দশমিক ১৫ শতাংশ।
বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বাজার মূলধনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির মূলধন ১৭ কোটি টাকার বেশি বা দশমিক ১২ শতাংশ কমেছে। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৬ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭২৪ কোটি টাকা।
বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহে ৫০ কোটি টাকা বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১০ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪ হাজার ৫৬০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন বেড়েছে দশমিক ৩৫ শতাংশ।
পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১৩ হাজার ১৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছিল ১৩ হাজার ২২৩ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে প্রায় ৮৮ কোটি টাকা বা দশমিক ৬৬ শতাংশ।
শীর্ষ তালিকায় নবম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমেছে ৫৮৮ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৯ হাজার ৩৪৭ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৯৩৫ কোটি টাকা।
এছাড়া বাজার মূলধনের দিক গত সপ্তাহে দশম অবস্থানে ছিল ওষুধ খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসইর মোট বাজার মূলধনের ১ দশমিক ৭২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। যদিও আগের সপ্তাহে এ অবস্থানে ছিল সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৫৫ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে মূলধন ছিল ৫ লাখ ৬০ হাজার ৯২৯ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ১০ হাজার ৫৭৩ কোটি টাকা বা ১ দশমিক ৮৯ শতাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।