

স্টাফ রিপোর্টার : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় এশিয়াটিক এ্যালুমিনিয়াম লিমিটেড। আইপিওতে আসতে কোম্পানির সঙ্গে ইস্যু ম্যানেজার হিসাবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের এ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়াটিক এ্যালুমিনিয়াম লিমিটেড।
আইপিওতে আসতে গত বছরের ২৫ এপ্রিল এশিয়াটিক এ্যালুমিনিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি সই করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়াটিক এ্যালুমিনিয়াম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, পরিচালক সাদিয়া আহমেদ, পরিচালক মাকসুদ আহমেদ, ফিনানসিয়াল কনসালটেন্ট নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজউদ্দিন, হেড অফ প্রাইমারী মার্কেট সাদিয়া পারভীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।