স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে আসতে চায় শতভাগ রপ্তানীমুখী গার্মেন্টস কোম্পানি এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারে আনতে ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
অন্যদিকে কোম্পানির আইপিও পরামর্শক হিসাবে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড। গত বছরের ২৮ মার্চ (রোববার) মাইডাস সেন্টারে তৃতীয়পক্ষীয় একটি চুক্তি সই করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, পরিচালক ইমন রহমান শিরিন, ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাইম মো. ইব্রাহিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৫:২৬ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।