আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সমাজে দারিদ্রতা ও বৈষম্য দূর করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে বৈশ্বিক দাতা সংস্থা অক্সফামের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার (১৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস ডামলে।
চুক্তির আওতায় ক্ষুদ্রঋণ, ‘ক্যাশলেস ভিলেজ’ এবং ‘মার্কেট প্লেস’ তৈরিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কাজী মো. তালহা, ডিএমডি কবীর আহমেদ, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ, এফআই এন্ড বিডি প্রধান কাজী মো. শাফায়েত কবির, অক্সফাাম বাংলাদেশের ইকোনোমিক ইনক্লুশন এন্ড জাস্টিস বিভাগের প্রধান মোহাম্মদ শোয়েব ইফতেখার ও বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সোনিয়া তাহেরা কবির।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।