স্টাফ রিপোর্টার: তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ৩১ মার্চ (বৃহস্পতিবার), ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয়ে বড়ো প্রবৃদ্ধি হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭৬ পয়সা ছিল। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১২৩ শতাংশ। আর নয় মাসে ইপিএস ৪৯ শতাংশ বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬০ পয়সা।