ডিবিএইচ’র নাম পরিবর্তন ও ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

0
7

স্টাফ রিপোর্টার: ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে। এর মধ্যে ১৫% নগদ ও ১০% বোনাস থাকবে।

সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্র্ম এ অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাবের অনুমোদন দেয়।

এছাড়াও, শেয়ারহোল্ডাররা বিশেষ আলোচ্যসূচিতে কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ ও অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার আলাদা দুটি প্রস্তাবও অনুমোদন করেন।

ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ১০৪ কোটি টাকায়, যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৬০২৮ কোটি টাকা।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here