সকল মেনু

সোনালী পেপারের রাইট অনুমোদন, তুলবে ১০ কোটি ৯৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড রাইট শেয়ারের অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ১ অনুপাত ২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার (২০ এপ্রিল) সভায় এ অনুমোদন দেয়।

বিএসইসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শেয়ারহোল্ডারের কাছে কোম্পানিটির ২টি সাধারণ শেয়ার থাকবে এর বিপরীতে সেসব শেয়ারহোল্ডার ১টি করে রাইট শেয়ার পাবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

কোম্পানিটি মোট ১ কোটি ৯ লাখ রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ টাকা সংগ্রহ করবে। পরবর্তী সময়ে এ টাকা দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয় করবে।

মূলধনী যন্ত্রপাতি ক্রয়ে রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে সোনালী পেপার।

বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top