সকল মেনু

ব্রোকারেজ হাউজগুলো আইপিওতে আসতে পারবে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসতে পারবে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন( বিএসইসি) ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠককালে এ আলোচনা হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র মতে, বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিলো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়টি। এক পর্যায়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য আইপিও ও বন্ড ইস্যু করতে পারেন।

তবে আইপিও বা করতে হলো প্রতিষ্ঠানগুলো ব্যাংক বা এনবিএফআই এর সহযুগী থাকতে পারবে না। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকলে তারা ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে পড়ে যাবে। সেই জন্য তাদেরকে অ্যাসোসিয়েট প্রতিষ্ঠানের রুপান্তর হতে হবে। সক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানগুলো এই প্রস্তাব নিয়ে গেলে বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন।

বিএমবিএর প্রেসিডেন্ট মো:সায়েদুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আইপিও বন্ডের বিষয়ে আলোচনা হয়েছে। অনুমোদন দেওয়ার জন্য বিএসইসি নীতিগত সম্মতি নিয়েছে। এখন প্রতিষ্ঠানগুলো চাইলে এর জন্য আবেদন করতে পারবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্রোকারেজ হাউজগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা চাইলে আইপিও ও বন্ডের মাধ্যমে বাজার থেকে টাকা তুলতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top