প্রকাশ : এপ্রিল ২৫, ২০২২ , ৭:১২ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। সোমবার কোম্পানিটির ২৭৪তম পর্ষদ থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৯৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ জুন সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহবান করেছে কোম্পানিটি।
এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৩মে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২৫, ২০২২ , ৭:১২ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।