ডেস্ক রিপোর্ট: জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক মিথষ্ক্রিয়া ও পারস্পরিক বোঝাপড়া তৈরিতে বিশেষ ভূমিকার জন্য দেশটির সম্রাটের দেওয়া চলতি বছরের ‘অর্ডার অব রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন তিন বাংলাদেশি।
শুক্রবার চলতি বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে জাপান সরকার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপান দূতাবাস জানিয়েছে, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য এ সম্মাননা দেয়া হচ্ছে। আগামী ১০ মে জাপানের ইম্পেরিয়াল প্রাসাদে দেশটির সম্রাট এই পুরস্কার তুলে দেবেন।
সম্মাননার জন্য মনোনীত বাংলাদেশিরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল হক এবং ইয়ামাগা-ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক ডা.এখলাসুর রহমান।