প্রকাশ : এপ্রিল ২৯, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের সাবসিডিয়ারি এসিআই হেলথ কেয়ার লিমিটেডের কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসিআই হেলথ কেয়ারের কারখানায় গ্যাবাপেন্টিন ক্যাপসুল তৈরি ও যুক্তরাষ্ট্রে রফতানি করা হবে। এ কারখানাটি বিদেশে ওষুধ রফতানির উদ্দেশ্যেই স্থাপন করা হয়েছে। এফডিএর অনুমোদনের ফলে বিদেশে কোম্পানিটির ওষুধ রফতানি পরিমাণ বাড়বে বলে মনে করছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে এসিআই হেলথ কেয়ারের ১৬১ টাকা সমন্বিত আয় হয়েছে। এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী সমন্বিত লোকসান হয়েছে ১৭২ কোটি টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২৯, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।