সিনিয়র রিপোর্টার: অগ্নিকাণ্ডে কারখানা পুড়ে যাওয়ায় ৫০ কোটি টাকা আয় কমে যাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এতে কোম্পানির মুনাফাও আট কোটি টাকা কমবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস এক ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটির এ ঘোষণা প্রকাশ করা হয়।
গত সোমবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি নতুন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১১ ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বলে গতকাল এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত স্কয়ার ফার্মার এক ঘোষণায় বলা হয়, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির কারণে ৫০ ধরনের পণ্যের উৎপাদন ব্যাহত হবে। তাতে ৫০ কোটি টাকার আয় কমতে পারে। আর মুনাফা কমতে পারে আট কোটি টাকা। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন কোম্পানির বিশেষজ্ঞরা। তবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে কারখানাটির উৎপাদন স্বাভাবিক করতে ২ বা ৩ বছর সময় লাগবে বলে কোম্পানির ঘোষণায় বলা হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের দিন এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের কারখানার নতুন ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ এলাকা। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর, সখীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।