সকল মেনু

পুনরায় উৎপাদনে ফিরল আরএকে সিরামিকস

 স্টাফ রিপোর্টার : পুনরায় উৎপাদন শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের আরএকে সিরামিক টাইলস ও স্যানিটারি ওয়্যারলাইন।

আরএকে এর পাওয়ার প্ল্যান্টের নিয়মিত সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণের কারণে প্রায় ১৭ দিন পর ফের উৎপাদন ‍শুরু হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি এ তথ্য জানায়।

চলতি বছরের ১৬ মে কোম্পানিটি জানায়, উৎপাদন লাইন-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণে ১৪ মে ২০২২ থেকে ৩১ মে ২০২২ পর্যন্ত প্রায় ১৭ দিনের জন্য বন্ধ থাকবে।

আরএকে এর পাওয়ার প্ল্যান্টের রুটিন সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণের কারণে এ সময়ের জন্য উৎপাদন বন্ধের বিষয়টি নোটিশে বলা হয়েছিল। পাওয়ার প্রা. লিমিটেড [আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের একটি সহযোগী এবং বিদ্যুৎ সরবরাহকারী], উৎপাদন লাইনগুলোতে বিদ্যুৎ সরবরাহ কয়েক দিনের জন্য বন্ধ থাকবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্যানিটারি ওয়্যার প্ল্যান্টও ১৫ থেকে ১৯ মে, ২০২২ পর্যন্ত রক্ষণাবেক্ষণের অধীনে থাকবে এবং রক্ষণাবেক্ষণের সময়কালে স্যানিটারি ওয়্যার উত্পাদন তার ক্ষমতার ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশসহ অব্যাহত থাকবে।

জানুয়ারী-মার্চ ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির আয় ১৪ শতাংশ বেড়ে ০.৫৭ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৫০ টাকা।

আরএকে সিরামিক ২০২১ সালে তার শেয়ারহোল্ডারদের ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, এর আগের বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

সোমবার লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইতে এর শেয়ারের দাম ৪.৬৪ শতাংশ বেড়ে ৪৫.৬০ টাকা হয়েছে। গত বছর আরএকে এর শেয়ারের দাম সর্বোচ্চ ৬৩.৩০ টাকায় উঠে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top