Homeকোয়ার্টার রিভিউপ্রতি শেয়ারে আরো ১০ টাকা দেবে বার্জার পেইন্টস

প্রতি শেয়ারে আরো ১০ টাকা দেবে বার্জার পেইন্টস

অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা ৪০ টাকা করে নগদ লভ্যাংশ পেলেন। এর আগের বছর একই সময়ে ৩৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তাতে শেয়ারহোল্ডাররা সাড়ে ৩৭ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট। ওই দিন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

বিদায়ী ২০২২ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বার্জারের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। যা আগের বছর ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে। মুনাফা বাড়ায় লভ্যাংশ বেশি পেয়েছে বিনিয়োগকারীরা।

এর আগে কোম্পানিটি অন্তর্বর্তী ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। যা গত ২৭ জুন শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়।

কোম্পানিটির বর্তমানে ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি শেয়ার রয়েছে। সোমবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৮ টাকায়। কোম্পানিটির রিজার্ভ সারপ্লাস রয়েছে ১ হাজার ৩২ কোটি ৯৯ লাখ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত