স্টাফ রিপোর্টার : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দোবাংলা ফার্মা ব্যবসা সম্প্রসারণের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া এলাকায় ২.০১ একর জমি ক্রয় করবে কোম্পানিটি। রেজিস্টেশন ও অন্যান্য খরচসহ জমি ক্রয়ে মোট ২ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।