স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিটির ৩৩ লাখ ১৬ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার। কোম্পানিটি আজ ৫৩ লাখ ২৯ হাজার ২৪৯টি শেয়ার হাতবদল করেছে।
তৃতীয় স্থানে উঠে এসেছে জেএএমআই হসপিটাল রিকুইজিট ম্যানফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকার।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফিন্যান্স, ব্রাক ব্যাংক, ফু-ওয়াং ফুড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২২, ২০২২ , ১১:২৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।