স্টাফ রিপোর্টার : সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ারে আবেদনের মঙ্গলবার (২৮ জুন) শেষদিন। এর আগে চলতি মাসের ৭ জুন থেকে আবেদন শুরু হয়। গত ২৩ মে এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল কোম্পানিটির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম সভায় সোনালী পেপারের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে (১:২ আনুপাতিক হার) কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে। ১:২ আনুপাতিক হার অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার পাবেন।
সোনালী পেপারের রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
আগামী তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক ইন থাকবে। একইসঙ্গে আগামী পাঁচ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না সোনালী পেপার।
পুঁজিবাজারে তালিকাভূক্ত এ কোম্পানি উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় করবে।