স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় তুলনামূলকভাবে বেড়েছে। বুধবার (২৯ জুন) বিকালে কোম্পানির ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হলে মুনাফার তথ্য জানা যায়।
কোম্পানি সূত্রে বুধবার জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭১ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা।
আরো জানা গেছে, ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ২৫ পয়সা।