Homeকোম্পানি সংবাদ৩২ লাখ ডলার বিনিয়োগ করবে বিএসসিসিএল

৩২ লাখ ডলার বিনিয়োগ করবে বিএসসিসিএল

স্টাফ রিপোর্টার: ব্যান্ডউইড্থ সক্ষমতা বাড়াতে ৩২ লাখ ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ২০০৬ সালে দ্য সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট ওয়েস্ট ইউরোপ-৪ (এসএমডব্লিউ-৪) কনসোর্টিয়ামের সদস্য হিসেবে সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হয়ে এখন পর্যন্ত ৫বার সক্ষমতা বাড়িয়েছে কোম্পানিটি।

৬ষ্ঠবারের মতো আরো ৩ হাজার ৮০০ জিবিপিএস বাড়াতে এসএমডব্লিউ-৪ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের আপগ্রেডেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বিএসসিসিএল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ব্যান্ডউইড্থ’র মধ্যে কক্সবাজার হয়ে তাওস ও মেলাকা রুটে ৩ হাজার ৫০০ জিবিপিএস এবং কক্সবাজার ও চেন্নাই রুটে ৩০০ জিবিপিএস যোগ হবে। এতে ১৮ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ এসএমডব্লিউ-৪ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের মোট সক্ষমতা দাঁড়াবে ৪ হাজার ৬০০ জিবিপিএস।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসর, ইতালি, তিউনিশিয়া, আলজেরিয়া ও ফ্রান্স মিলে ১৪টি দেশের ১৬টি টেলিকম অপারেটর এ কনসোর্টিয়ামে সংযুক্ত রয়েছে। একইসঙ্গে এসএমডব্লিউ-৫ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত রয়েছে বিএসসিসিএল। এর ব্যান্ডউইড্থ সক্ষমতা ২ হাজার ৩০০ জিবিপিএস।

নতুন করে ২০২৪ সালের মধ্যে এসএমডব্লিউ-৬ সাবমেরিন কেবলের সঙ্গে  যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে কোম্পানিটির। এতে প্রকল্প-ব্যয় ধরা হয়েছে ৮৭০ কোটি টাকা। এসএমডব্লিউ-৬ এর সঙ্গে যুক্ত হলে বিএসসিসিএল’র ব্যান্ডউইড্থ সক্ষমতা দাঁড়াবে ১৩ হাজার ২০০ জিবিপিএস।

উল্লেখ্য, শেয়ারমার্কেটে ২০১২ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল ২৪৪ কোটি ১১ লাখ টাকা। এ সময় কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭৯ কোটি ৩৯ লাখ টাকা, -যা আগের বছর ছিল ১২৪ কোটি ৭৫ লাখ টাকা।

এছাড়াও, প্রথম তিন প্রান্তিকে বিএসসিসিএল’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৮ পয়সা। -যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৫৭ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৭ টাকা ৯২ পয়সা।

৩০ জুন (২০২১) সমাপ্ত হিসাব বছর শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিসিএল। এর আগে ২০২০ সমাপ্ত হিসাব বছর ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বিএসসিসিএল’র অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি। এর মধ্যে ৭৩.৮৪ শতাংশ শেয়ার সরকারের, ১৬.৩৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, ২.৭২ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের ও ৭.০৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত