Homeকোম্পানি সংবাদকী হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারে

কী হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারে

স্টাফ রিপোর্টার: অস্বাভাবিকহারে বাড়ছে বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর। অতিসম্প্রতি শেয়ারমার্কেটে (২০২২ সাল) তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ারে আয়ের মূল্য অনুপাতও (পিই রেশিও) সমানতালে বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পরিবেশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়- ৮ জুন(২০২২) থেকে ১০ টাকা অবিহিত মূল্যে মেঘনা ইন্স্যুরেন্স’র শেয়ার লেনদেন শুরু হলেও ৪ জুলাই(২০২২) তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৩০ টাকায়। অর্থাৎে, একমাসের কম সময়ে শেয়ারদর ৪৭.৩০ টাকা বৃদ্ধি পায়।

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর (৬জুন/২০২২ থেকে ৪জুলাই/২০২২)

আবার, কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পিই রেশিও ৩০১.৫৮ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পিই রেশিও দাঁড়িয়েছে ৬৩.২।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মানুসারে কোনো কোম্পানির শেয়ারে পিই রেশিও ৪০ অতিক্রম করলে সেই শেয়ার কেনার জন্য ব্রোকারহাউজ মার্চেন্ট ব্যাংকগুলো মার্জিন ঋণ দিতে পারে না।

লেনদেনের অস্বাভাবিকতায় শেয়ারটিতে বিনিয়োগ নিরাপদ, নাকি ঝুঁকিপূর্ণ(?)- এমন প্রশ্ন থেকেই যায়। নব্য লেনদেনে আসা কোম্পানিটির শেয়ারদরের এমন উল্লম্ফনে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অনেক প্রবীণ বিনিয়োগকারী।

মেঘনা ইন্স্যুরেন্স’র অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০কোটি টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৪কোটি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের ৩৩.২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৪.৯৩ শতাংশ এবং বাকি ৪৪.৭৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত