স্টাফ রিপোর্টার: রবি আজিয়াটা লিমিটেডের ঋণ স্থিতি রয়েছে ১ হাজার ৬১৭ কোটি টাকা। তিন বছরের জন্য নতুন করে আরো ৪০০ কোটি টাকা কোন জামানত ছাড়াই ঋণ নেবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে থেকে এই ঋণ নিতে সম্প্রতি চুক্তি করেছে রবি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানা গেছে, ২০২০ সালে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি কোনো সম্পদ নিরাপত্তা ছাড়াই ডাচ বাংলা ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নেবে। পাশাপাশি ঋণ চুক্তির জন্য আরজেসিতে কোনো চার্জ দেয়নি। তিন বছর পর ঋণের অর্থ জমা দেবে রবি আজিয়াটা।
ফলে ১৬১৭ কোটির সঙ্গে ৪০০ কোটি মিলে ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ২ হাজার ১৭ কোটি টাকা।
২০২০ সালে মাত্র ৪ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) নিয়ে পুঁজিবাজারে আসা রবির সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির স্বল্প ও দীর্ঘমেয়াদি মোট ১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ঋণ রয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ রয়েছে ৮০৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আর দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে ৮০৭ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি। সোমবার প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৩৩ টাকা ৪০ পয়সা।