সকল মেনু

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতি শেয়ারে ১ টাকা ৮০ পয়সা দেয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার : রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃপক্ষ ২০২১ সালের অর্থবছরে বিনিয়োগকারীেদের জন্র ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি শেয়ার ১টাকা ৮০ পয়সা দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

বুধবার (৬ জুলাই) কোম্পানির ১৭৯তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়েছে।

কোম্পানির প্রধান কার্যালয়ের মুস্তাফিজুর রহমান বোর্ড রূমে সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান, এমপি। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিবসহ অনেকে ।

আগামী ১৭ আগস্ট রেকর্ড ডেট এবং ১৮ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top