স্টাফ রিপোর্টার: ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের লোকসান কমেছে। কোম্পানির তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছর (৩০ জুন, ২০২০) প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৭১ শতাংশ। অর্থাৎ, প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১৮ টাকা ৭ পয়সা। সেহিসেবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১২ টাকা ৮৩ পয়সা। ৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬৪ টাকা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১০ পয়সা, এর আগে একই সময় যা ছিল ১১ টাকা ৩৮ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা, যা এর আগে ছিল ৯ টাকা ৭৯ পয়সা। তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ৩১ পয়সা।
লোকসান কমার সঙ্গে ঈদ পরবর্তী ২য় দিনের (১৩ জুলাই/২০২২, বুধবার) লেনদেনে লাফিয়ে বাড়ে লিবরা ইনফিউশনসের শেয়ারদর। এ দিন কোম্পানির শেয়ারদর ৮৪০.৬০ টাকায় শুরু হয়ে ৯২২.০০ টাকায় শেষ হয়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৮৫৭.৭০ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে শেয়ারটির দর ৬৪.৩০ টাকা বেড়েছে। যদিও ঈদের আগে সর্বশেষ কার্যদিবসের লেনদেন অপেক্ষা গতকাল (১২ জুলাই/২০২২) সামান্য কমেছে কোম্পানির শেয়ারদর।
লিবরা ইনফিউশনসের গত ১ মাসের শেয়ারলেনদেনের গ্রাফ অনুযায়ী- ১৪ জুন/২০২২ শেয়ারটির সর্বশেষ দর ছিল ৮০০.৫০ টাকা। -যা ১৩ জুলাই/২০২২ এ ৯২২.০০ টাকায় গিয়ে ঠেকে। সেহিসেবে ১ মাসে শেয়ারটির দর ১২১.৫০ টাকা বেড়েছে।
আবার, শেয়ারলেনদেনের গত ১ বছরের গ্রাফ অনুযায়ী- ১৫ জুলাই/২০২১ শেয়ারটির সর্বশেষ দর ছিল ৫৭২.৮০ টাকা। বর্তমান (১৩ জুলাই/২০২২) দর ৯২২.০০ টাকা। অর্থাৎ, ১ বছরের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৪৯.২০ টাকা।
উল্লেখ্য, ৩০ জুন/২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ বিষয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই/২০২২) বিকাল ৪টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় আলোচ্য হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
লিবরা ইনফিউশনস ৩০ জুন/২০১৯ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছর ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
শেয়ারমার্কেটে ১৯৯৪ সালে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনসের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১৫লক্ষ ১হাজার ৯শত ২০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৪.৪৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১২.৬৩ শতাংশ। বাকি ৫২.৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।