স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ধারাবাহিকতা কমছে এবং অন্যদিকে আস্থার সংকট বাড়ছে। যে কারণে দেশের উভয় পুঁজিবাজারে শেয়ার লেনদেনের পরিমাণ কমছে।
সোমবার (১৮ জুলাই) ২৬০ কোম্পানির শেয়ারপ্রতি দর ব্যাপকভাবে কমেছে। পবিত্র ঈদুল ফিতরের আগে যে প্রভাব ছিল, ঈদ পরবর্তী তা ব্যাপকভাবে কমেছে বা আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা।
সোমবার ডিএসইতে লেনদেনে হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা মাত্র।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (১৮ জুলাই) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ২৬০ কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয়।
কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, আমান কটন, এসিআই ফর্মুলেশন, একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, এক্টিভ ফাইন, এডিএন টেলিকম, এডভেন্ট, এএফসি এগ্রো, আফতাব অটো, অগ্নি সিস্টেমস, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইলস, আমান ফিড, এএমসিএল (প্রাণ), আনলিমা ইয়ার্ণ, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুডস, এপেক্স ফুটোওয়্যার, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, অ্যাপোলো ইস্পাত।
ক্রেতাশুন্য কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, আরগন ডেনিমস, এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, বে-লিসিং, বিবিএস, বিবিএস ক্যাবলস, বিডি অটোকার্স, বিডিকম অনলাইন, বিডি ফাইন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই, বেক্সিমকো, বিডি ওয়েল্ডিং, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বিজিআইসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি
তালিকায় আরো রয়েছে- বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, সিটিজেন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইনস্যুরেন্স, সিভিও পেট্রোক্যামিকেল, ঢাকা ডাইং, ডেল্টা স্পিন, ডেস্কো, দেশবন্ধু পলিমার, দেশ জেনারেল ইনস্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডোরিন পাওয়ার জেনারেশন, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার লিমিটেড।