সকল মেনু

অর্ধেক ব্যান্ডউইথ বন্ধের নির্দেশে সংশয়ে আমরা নেটওয়ার্কস, ৩৪ কোটি টাকা রাজস্ব বকেয়া

স্টাফ রিপোর্টার: আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রায় ৩৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পড়েছে। পরিশোধ না করায় ৫০ শতাংশ ‘ব্যান্ডউইথ’ ব্লক বা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অর্ধেক ইন্টারনেট দিয়ে কার্যক্রম অব্যহত রাখলে চাহিদার তুলনায় যোগান কম হলে সেবার মান হ্রাস পাবে। একইসঙ্গে কোম্পানির মুনাফায় বড় ধরণের ঝুঁকি আসবে বলে মনে করছেন অনেক বিনিয়োগকারী।

সোমবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে একটি চিঠি প্রেরণ করেছে বিটিআরসি।

LankaBangla securites single page

বিটিআরসির চিঠিতে বলা হয়, সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেওয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশটি ১৮ জুলাই থেকেই কার্যকর হবে বলো নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে আমরা নেটওয়ার্কসের কোম্পানি সেক্রেটারি সৈয়দ মুনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমরা নেটওয়ার্কসের মুখপাত্র নই, তাই এ প্রসঙ্গে আমি কিছু বলতে পারছি না।

যদিও বিদ্যমান আইন অনুসারে, কোম্পানি সচিবই মূলত সংশ্লিষ্ট কোম্পানির মুখপাত্র। রেগুলেটরি কমপ্লায়েন্স পরিপালনসহ স্টেকহোল্ডারদের যোগাযোগের ক্ষেত্রে তিনিই মূখ্য ব্যাক্তি।

নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্কস আইআইজি ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করে দেওয়া হলে কোম্পানিটির ইন্টারনেট সেবার মান হ্রাস পাবে পাশাপাশি তাদের সেবাগ্রহীতারা ধীরগতির ইন্টারনেট পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top