স্টাফ রিপোর্টার: সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে ১৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ।
এবিষয়ে বুধবার (২০ জুলাই/২০২২) লাফার্জের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। কোম্পানিসূত্রে বৈঠকসংক্রান্ত তথ্য জানা যায়।
বৈঠকে ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। -যা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ টাকা ৫০ পয়সা সম পরিমাণের লভ্যাংশ হিসেবে ধার্য।
এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট-২০২২। যাদের কাছে রেকর্ড ডেট-এ কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। পাশাপাশি, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় পর্ষদ সভায়।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬ পয়সা। -যা গত বছর একই সময়ে ছিল ৯৬ পয়সা। সেহিসেবে আগের তুলনায় ইপিএস বেড়েছে ১০ পয়সা।
আবার, দুই প্রান্তিক মিলে (জানুয়ারি-জুন/২০২২) ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। -যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা। এরফলে আগের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৪১ পয়সায় দাঁড়িয়েছে।