স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য সিটি ব্যাংক লিমিটেড ৩০ জুন/ ২০২২ সমাপ্ত হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্যাংকটি বৃহস্পতিবারের (২১ জুলাই/২০২২) পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক অনুমোদন দেয়। সিটি ব্যাংক সূত্র এ তথ্য জানায়।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই বছর সময় যা ছিল ১ টাকা ১৯ পয়সা। সেহিসেবে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ পয়সা।
আবার, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলে (জানুয়ারি-জুন/২০২২) ৬ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগেগর বছর একই সময় যা ছিল ২ টাকা ৮ পয়সা। অর্থাৎ, ৬ মাস মেয়াদে ব্যাংকের প্রতি শেয়ারে আয় কমেছে ৪ পয়সা।
এ অবস্থায় সিটি ব্যাংকের সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সা।