স্টাফ রিপোর্টার: সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড নতুন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্প বাস্তবায়নে জার্মান ব্র্যান্ডের ফসেটস নির্মাতা প্রতিষ্ঠান ক্লোডিকে সাথে নিয়ে পণ্য উৎপাদন করবে কোম্পানিটি। আর, এর জন্য ৯৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে আরএকে।
বুধবার (২০ জুলাই/২০২২) অনুষ্ঠিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশসংক্রান্ত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরএকে’র তথ্য অনুযায়ী, ১৫ মাসের মধ্যে এ প্লান্টের উৎপাদন কার্যক্রম শুরু করবে কোম্পানিটি। নতুন এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় দেড় হাজার ফসেটস অর্থাৎ, কিচেন ও বাথরুম ফিটিংস উৎপাদন করা যাবে।
জার্মানির বিখ্যাত ফসেটস নির্মাতা প্রতিষ্ঠান ক্লোডি প্রায় ১০০ বছর ধরে কিচেন এবং বাথরুম ফিটিংস তৈরী করে আসছে। দেশীয় চাহিদা পূরণে ক্লোডির সাথে যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে সিরামিকের প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন আইটেমে বাজারে নিয়ে আসতে চায় আরএকে।
এবিষয়ে আরএকে’র কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম (এফসিএস) বলেন, কিচেন এবং বাথরুম ফিটিংস এর ক্ষেত্রে দেশি পণ্যের তুলনায় প্রায় ৪০ শতাংশ ক্রেতার বেশি আগ্রহ ইউরোপসহ পশ্চিমা দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর। আর, বিদেশি পণ্য হওয়ায় সেগুলো দামে অত্যন্ত চড়া। বিষয়টি মাথায় রেখে বিদেশি পণ্যের তুলনায় কম মূল্যে দেশেই সমমানের পণ্য উৎপাদন করতে চায় আরএকে সিরামিকস। -যেকারণে ক্লোডির সাথে যৌথ উদ্যোগে নতুন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শহীদুল ইসলাম আরো বলেন, ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে আরএকে সিরামিকস যৌথভাবে ক্লোডির সাথে অনেক দেশে কাজ করছে। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ক্লোডি এবং আরএকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি উল্লেখযোগ্য। আর, জয়েন্ট ভেঞ্চারের সব ধরণের পণ্যই সেখানে বেশ জনপ্রিয়।