সকল মেনু

লভ্যাংশ প্রদানে ১৮টি কোম্পানির সভার দিনক্ষণ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, বাটা সু, নিটল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, লিনডে বিডি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং স্যোসাল ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের ২৮ জুলাই বিকাল ৩.৩০ মিনিটে, ইউসিবি ব্যাংকের ২৮ জুলাই বিকাল ৪ টায়, বাটা সুর বিকাল ৩ টায়, নিটল ইন্স্যুরেন্স জুলাই ৩০ বিকাল ৩.৩০ মিনিটে, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২৮ জুলাই সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই দুপুর ১২টায়, প্রিমিয়ার ব্যাংকের ২৭ জুলাই বিকাল ৩টায়, আইএফআইসি ব্যাংকের ২৮ জুলাই বিকাল ৪টায়, রূপালী ব্যাংকের ২৮ জুলাই দুপুর ২.৫০টায়, লিনডে বিডির ২৭ জুলাই বিকাল পৌনে ৪টায়, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৮ জুলাই বিকাল সাড়ে ৩টায়, আল আরাফা ইসলামী ব্যাংকের ২৮ জুলাই বিকাল ৩টায়।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকাল ৩টায়, যমুনা ব্যাংকের ২৮ জুলাই বিকাল পৌনে ৩টায়, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ২৮ জুলাই বিকাল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৭ জুলাই বিকাল ৪টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকাল ৪টায়, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকাল ৩টায় এবং স্যোসাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এ ছাড়া বাকি কোম্পানিগুলোর ৩০ জুন ২০২২ সমাপ্ত সময়ের জন্য কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদনক্রমে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top