Homeঅর্থনীতিসঞ্চয়পত্র কিনতে লাগবে আয়কর রিটার্ন

সঞ্চয়পত্র কিনতে লাগবে আয়কর রিটার্ন

স্টাফ রিপোর্টার: সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে সর্বশেষ বছরের আয়কর রিটার্ণ জমার প্রমাণপত্র দেখাতে হবে। রিটার্ন জমার এ নিয়ম পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতেও  বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ সোমবার (২৫ জুলাই/২০২২) এ সংক্রান্ত প্রজ্ঞাপনপত্র  জারি করে। প্রজ্ঞাপনের এ নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্য্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলে, ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ অথবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে সর্বশেষ বছরের আয়কর রিটার্ণ জমার প্রমাণপত্র দেখাতে হবে।

আরো বলা হয়, রিটার্ণ জমার প্রমাণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাপ্তিস্বীকার পত্র, করদাতার নাম, কর সনাক্তকরণ নম্বর ও রিটার্ণ জমাকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র বা উপ-কর কমিশনার কর্তৃক ইস্যুকৃত সনদপত্র লাগবে।

এর আগে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে এত কড়াকড়ি ছিলনা। কেবল কর সনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ জমা দিলেই হতো। ২০২২-২৩ অর্থবছরের জন্য আয়কর বাড়াতেই বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত