স্টাফ রিপোর্টার: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ লেনদেন করা ৩০০ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসই’র বীমা, বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ দিন বেলা ১০.৩০ পর্যন্ত ডিএসই’তে ১৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫০.৩২ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৪.৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬.৫৬ পয়েন্টে।
এসময় ডিএসই’তে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০ টির, কমেছে ৩১ টির এবং অপরিবর্তীত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ার দর।