Homeডিএসই/সিএসইওটিসির সেই ইউসুফ ফ্লাওয়ার এসএমই প্লাটফর্মে প্রথম দিনে ‘নো ট্রেড’

ওটিসির সেই ইউসুফ ফ্লাওয়ার এসএমই প্লাটফর্মে প্রথম দিনে ‘নো ট্রেড’

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর এসএমই প্লাটফর্মে বৃহস্পতিবার লেনদেন করেছে  ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড। বিলুপ্ত হওয়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফেরা এটি আরো এক কোম্পানি। সার্টিক ব্রেকার থাকায় প্রথম দিনে ২৩.৮০ টাকায় শুরু হলেও শেয়ার আদান-প্রদান হয়নি।

এসএমইতে প্রথম দিনের লেনদেন না হওয়ার চিত্র

এ নিয়ে বাতিল হওয়া প্লাটফর্মটির পাঁচটি কোম্পানি এসএমই প্লাটফর্মের লেনদেনে ফিরছে।

ওটিসিতে সর্বশেষ লেনদেন হওয়া তারিখের (২০১২ সালের ৩ মে) সমাপনী দরেই (অর্থাৎ ২৩ টাকা ৮০ পয়সা) এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে ইউসুফ ফ্লাওয়ার মিলস। প্রথম দিনে থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার ও সার্কিট ফিল্টার কার্যকর ছিল।

এদিকে ডিএসইর মাধ্যমে চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।

এসএসইতে অংশ নেয়া কোম্পনিগুলোর চিত্র

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ লাখ ৩০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ কোটি ৭০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ লাখ ১০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা।

আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫৫ পয়সায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত