Homeঅর্থনীতিতিন মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

তিন মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

স্টাফ রিপোর্টার: নিয়ম না মেনে ডলার কেনাবেচা করায় রাজধানীর তিনটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আরও একাধিক অবৈধ মানি চেঞ্জারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। লাইসেন্স স্থগিত হওয়া তিন প্রতিষ্ঠান হলো— বিসমিল্লাহ মানি চেঞ্জার, অঙ্কন মানি চেঞ্জার ও ফয়েজ মানি চেঞ্জার।

সিরাজুল ইসলাম জানান, অনেক মানি চেঞ্জার নিয়ম না মেনে ডলার কেনাবেচা করছে। এতে বাজারের দামে কারসাজি হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রোববার ২২টি মানি চেঞ্জার পরিদর্শন করেছেন। পরিদর্শনে দেখা যায়- বেশির ভাগ মানি চেঞ্জার নিয়ম মেনে ব্যবসা করছে না। আবার কেউ কেউ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত