Homeখাতওয়ারী সংবাদবিনিয়োগ বাড়াতে ছাড় দিবে বিএসইসি

বিনিয়োগ বাড়াতে ছাড় দিবে বিএসইসি

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসি নেতৃবৃন্দকে বিনিয়োগের পরামর্শ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে রাজি বিএসইসি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে বিএপিএলসিকে পুঁজিবাজারের দুইভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার বিএসইসির কমিশন মিটিং রুমে বর্তমান বাজার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএপিএলসি নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএপিএলসির সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ অন্যান্য নেতারা অংশগ্রহন করেন।

বিএসইসি সূত্রে না গেছে, বর্তমান অবমূল্যায়িত বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদেরকে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন। শেয়ার কেনার ক্ষেত্রে যদি বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরী হয়, সেটা কমিশন বিবেচনা করবে। এজন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৈঠকে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর নেতাদেরকে বিনিয়োগে আসার আহ্বান করার পাশাপাশি তাদের বিভিন্ন পরামর্শ ও দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরমধ্যে ভালো কোম্পানি আনতে প্রতি প্রান্তিকে বিএপিএলসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে এবং খাত অনুযায়ি তালিকাভুক্ত কোম্পানিকে প্রশংসৃত করার জন্য পুরুস্কার প্রদানের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত