স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে।
মূলত বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ খাতে আয় কমে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস কমেছে।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৯ পয়সায়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ৫, ২০২২ , ২:৩৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।