সকল মেনু

ইপিএস বেড়েছে বার্জারের, দর হারিয়েছে ১৯০ টাকা

স্টাফ রিপোর্টারবিবিধ খাতের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানির চলতি হিসেব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন/২০২২) এ তথ্য উঠে এসেছে।

এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে বুধবার (৩ আগষ্ট/২০২২) একটি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পায়।

কোম্পানির পর্ষদ সভায় মঙ্গলবার (২ আগষ্ট/২২০২২) অনুমোদিত এ প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময় বার্জারের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময় যা ১৬ টাকা ৯ পয়সা ছিল। সেহিসেবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৩ টাকা ৭৮ পয়সা বা ১৯ দশমিক শূন্য ২ শতাংশ।

আবার, প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন/২০২২) বার্জারের ক্যাশ ফ্লো বা এনওসিএফপিএস হয়েছে ২৬ পয়সা। -যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ, ক্যাশ ফ্লো কমেছে ৯৮ পয়সা। বাণিজ্য ঋণখেলাপি বৃদ্ধি এবং আগের বছরের একই সময়ের তুলনায় বেশি কর প্রদানের কারণে NOCFPS হ্রাস পেয়েছে বলে জানায় কোম্পানিটি।

এপর্যায়ে ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৭ টাকা ২৬ পয়সায়।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর কয়েকদিন ধরে বাড়লেও প্রায় ১১ মাসের ব্যবধানে শেয়ারটি দর হারিয়েছে ১৯০ টাকার কাছাকাছি।

বার্জারের গত ১ বছরের লেনদেনের গ্রাফ বিশ্লেষণে দেখা যায়- ১২ সেপ্টেম্বর/২০২১ শেয়ারটির সর্বশেষ বা সমাপনী দর ছিল ১৯২১ টাকা। মঙ্গলবার (২ আগষ্ট/২০২২) শেয়ারটির লেনদেন সর্বশেষ ১৭৩১ টাকা ৩০ পয়সায় সমাপ্ত হয়। অর্থাৎ, প্রায় ১১ মাসের ব্যবধানে বার্জারের শেয়ার দর হারিয়েছে ১৮৯ টাকা ৭০ পয়সা।

শেয়ারটি দর হারালেও গত তিন কার্যদিবস ধরে বাড়ছে। শেয়ার লেনদেনের ১ মাসের গ্রাফ অনযায়ী- ৩১ জুলাই/২০২২ থেকে বার্জারের শেয়ারদর আবার বাড়ছে। ওইদিন এর সমাপনী দর ছিল ১৭১৪ টাকা ৬০ পয়সা। শেয়ারদর তিন কার্যদিবস ধরে ১৬ টাকা ৭০ পয়সা বেড়ে মঙ্গলবার (২ আগষ্ট/২০২২) ১৭৩১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

 

শেয়ারদরের উত্থান-পতনের মধ্য দিয়ে আগের তুলনায় মনাফা বেড়েছে কোম্পানিটির। বার্জারের ২০২০ হিসাব বছর শেষে ২৪২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা মুনাফা হয়েছিল। কোম্পানির ২০২১ হিসাব বছর শেষে মুনাফা হয়েছে ২৬৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ, আগের তুলনায় বার্জারের ২৬ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা বেশি মুনাফা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top