Homeডিএসই/সিএসইব্যাংকের এক্সপোজার লিমিট বৃদ্ধির সম্মতি

ব্যাংকের এক্সপোজার লিমিট বৃদ্ধির সম্মতি

স্টাফ রিপোর্টার: অবশেষে শেয়ারের ক্রয়-মূল্যের ভিত্তিতে পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ নির্ধারণ (Exposure to Capital Market) চালু হতে যাচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

মঙ্গলবার (২ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংককে তাদের সম্মতির কথা জানিয়েছে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে অর্থমন্ত্রণালয়ের কাছে শেয়ারের বাজার-মূল্যের (Market Price) পরিবর্তে ক্রয়-মূল্যে (Cost Price) ব্যাংকের এক্সপোজার গণনার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়ে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতামত চেয়েছিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে তাদের সম্মতির কথা জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ২৬ক ধারায় ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধসীমা (Exposure Limit) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজার মূল্য’ হিসেবে বিবেচনা রা যেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত