আপডেট : আগস্ট ৩, ২০২২ , ৭:১৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: চলমান অর্থনৈতিক সঙ্কটে আর্শীবাদ হিসেবে উদয় হলো দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে দেশি-বিদেশি মিলে ২৪ হাজার ৮২১ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে।
গত বছর একই সময় এর পরিমাণ ছিল ১৪ হাজার ১২৮ কোটি টাকা। এতে আগের তুলনায় বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ বেড়েছে ১০ হাজার ৬৯৩ কোটি টাকা বা ৭৬ দশমিক ৬৯ শতাংশ।
বিডার তথ্যমতে, বিনিয়োগ প্রস্তাবের সাথে বিডায় বেড়েছে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাও। আলোচ্য সময়ে ২৬৪টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর আগে একইসময় (গত বছর) নিবন্ধিত হয়েছে ১৮৪টি প্রতিষ্ঠান।
বিডায় স্থানীয় ২২৮টি নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৮ হাজার ৩৭১ কোটি টাকা। গেলো বছরের তুলনায় এ বিনিয়োগ-প্রস্তাব প্রায় ৩৯ শতাংশ বেশি।
আবার, ১৯টি বিদেশি ও ১৭টি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিলে ৬ হাজার ৪৫১ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব এসেছে বিডায়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশি বিনিয়োগ-প্রস্তাব এসেছে সেবা খাতে।
বিডার মতে, এসব প্রস্তাব কার্যকর হলে নতুন করে ৫৮ হাজার ১২৩ জন লোকের কর্মসংস্থান হবে দেশে।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ৩, ২০২২ , ৭:১৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।