সকল মেনু

উদ্যোক্তা শেয়ার বিক্রি করবে হোসনে আরা

স্টাফ রিপোর্টার: দশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন হোসনে আরা আজিজ।  ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) মারফত বৃহস্পতিবার (৪ আগষ্ট/২০২২) জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে হোসনে আরার মালিকানায় রয়েছে  ১৫ লাখ ১১ হাজার ৯২৫টি। সেখান থেকে ঘোষণাকৃত ১০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি।

ডিএসইর মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার প্রচলিত বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রি করবেন হোসনে আরা।

শেয়ারমার্কেটে ১৯৮৬ সালে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা।

সিটি ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ১ হাজার ২০০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৭০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৬ দশমিক ৫১ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে ৪ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩৬ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top