সকল মেনু

ওয়ালটন দেবে শেয়ারপ্রতি ২৫ টাকা লভ্যাংশ

স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সাধারণ বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ২৫ টাকা নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

একইসঙ্গে, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের জন্য ১৫০ শতাংশ বা প্রতি শেয়ারে ১৫ টাকা নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়। কোম্পানিটি ৩০ জুন/২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ওয়ালটন হাইটেকের সোমবার (৮ আগষ্ট.২০২২) অনুষ্ঠিত ২৭তম পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদনসহ ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজারে ২০২০ সালে তালিকাভূক্ত হয়ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। তালিকাভূক্তির প্রথম বছরই শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। পরের বছর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

পর্ষদ সভায় অনুমোদিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। এই আয় থেকে সাধারণ বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের ১৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার পর বাকি টাকা কোম্পানির ফান্ডে রাখা হবে বলে জানায় কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩৩৪ টাকা ৬৮ পয়সায় দাঁড়িয়েছে।

এর আগে ২০২১ হিসাব বছরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ইপিএস হয়েছিল ৫৪ টাকা ২১ পয়সা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণের জন্য ২৮ সেপ্টেম্বর/২০২২ বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

ওয়ালটন হাইটেকের হাতে মোট ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ৯৯ দশমিক ৩ শতাংশ শেয়ার। আর বাকি শূন্য দশমিক ৯৭ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ শেয়ার। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে শূন্য দশমিক ৫০ শতাংশ শেয়ার।

কোম্পানির সোমবারের শেয়ার প্রতি সর্বশেষ দর ছিল ১ হাজার ৭৭ টাকা ১০ পয়সা। আর, ১ বছর বা ৫২ সপ্তাহে শেয়ারদর ১ হাজার ১৬ টাকা থেকে ১ হাজার ৪ শত ৮৪ টাকায় ওঠা-নামা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top