স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (৯ আগষ্ট/২০২২) দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। এ দিন লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।
এ বিষয়ে ডিএসই এবং সিএসই জানায়, আরবী মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার দেশে সরকারি ছুটি পালিত হবে। -যেকারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান। একই কারণে বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার এবং লেনদেন।
দুই স্টক এক্সচেঞ্জ আরো জানায়, ১০ আগষ্ট বুধবার থেকে আগের নিয়মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।
ইসলামের পরিভাষায়- মহানবী হযরত মুহাম্মদ (সঃ) -এর দৌহিত্র হোসাইন (রা) আশুরার এই দিনে (১০ মহররম) কারবালা প্রাঙ্গণে শাহাদাৎ বরণ করেন। এদিন পৃথিবী সৃষ্টি হয়েছে বলেও হাদিস-কোরআনে উল্লেখ রয়েছে। আর, আরবী সাল গণনার প্রথম মাস হলো মহররম। এছাড়াও আরো অনেক পবিত্র বিষয় আশুরার সাথে সংশ্লিষ্ট বলে জানা যায়।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ৮, ২০২২ , ১০:১৮ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।