স্টাফ রিপোর্টার: রূপালী ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, রূপালী ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার ৭ জুলাই/২০২২) অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়।
এর আগে আলোচ্য সময়ের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছিল ব্যাংকটি। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা অনুমোদন না করায় বোনাসের পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় রূপালী ব্যাংক।
শেয়ার হোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় A থেকে B ক্যাটাগরিতে অবনমন ঘটেছে রূপালীর। পরিবর্তনের ফলে বুধবার (১০ আগষ্ট/২০২২) থেকে B ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে এ প্রতিষ্ঠানের।