স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়- বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাসেল-থ্রি এর টিয়ার-টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এনসিসি ব্যাংক।
বন্ডের বিষয়ে ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদন নেয়া হয়েছে বলে জানায় ডিএসই।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে এনসিসি ব্যাংক।