স্টাফ রিপোর্টার: বারো লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন রাজিবুল হক চৌধুরী। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্য সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে রাজিবুল হকের মালিকানায় রয়েছে ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত বারো লাখ শেয়ার ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
শেয়ারমার্কেটে ১৯৮৬ সালে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা।
সিটি ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৭০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৬ দশমিক ৪৩ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে ৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।