Homeকোম্পানি সংবাদডেল্টা ব্র্যাক এখন ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি

ডেল্টা ব্র্যাক এখন ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি

স্টাফ রিপোর্টার: ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) নাম পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটির নতুন নাম রাখা হয়েছে- ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’।

এর আগে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিশেষ আলোচ্যসূচিতে নতুন নামের অনুমোদন দেয় ডিবিএইচের শেয়ারহোল্ডাররা।

নাম পরিবর্তন বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন বলেন- ডিবিএইচ এর ব্র্যান্ড ইকুইটির কারণে নতুন এই নাম গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির পরিচিতি আরো সুনির্দিষ্ট করবে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সাথে তা আরো সামঞ্জস্যপূর্ণ হবে।

গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে ডিবিএইচের শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১৩,৫০০ কোটি টাকার অধিক গৃহঋণ বিতরণ করেছে। দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে ডিবিএইচ।

ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরে ডিবিএইচের কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ১০৪ কোটি টাকায়। -যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। এসময় প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৬০২৮ কোটি টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত