স্টাফ রিপোর্টার: বরিশালে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের চেয়ারম্যান এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
শনিবার ফরচুন সুজ কারখানার স্টোররুমে বেলা ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত ও অসুস্থ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
ফরচুন সুজের শাখা প্রতিষ্ঠান প্রিমিয়ার সুজের ম্যানেজার (অ্যাডমিন) জাকির হোসেন বলেন, মূলত স্টোররুমেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। কম্পিউটার ও ফাইলপত্রের মতো কিছু মূল্যবান জিনিস বের করতে পেরেছি। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলতে পারছি না।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্বাস উদ্দিন বলেন, জুতা তৈরিতে যে কাঁচামাল লাগে সেই গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল ৫টার দিকে।
প্রত্যক্ষদর্শী ফরচুন সুজের কর্মী রাবেয়া আক্তার বলেন, আগুন কীভাবে লেগেছে বলতে পারব না। তবে মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে যায়। এরপর আমরা দৌড়ে নামি কারখানা থেকে। যেখানে আগুন লেগেছে সেটা কাঁচামালের গুদামঘর। কাঁচামালের পোড়া গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
রাব্বি খান নামে আরেক কর্মী বলেন, কারখানার দ্বিতীয় তলার স্টোররুমে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের উৎপত্তি হয়। প্রায় সবকিছুই পুড়ে গেছে।
ফরচুন সুজ কোম্পানির ডিজিএম মোখলেসুর রহমান বলেন, ম্যাটেরিয়েল স্টোররুমের পশ্চিম পাশে আগুন লেগেছিলে। সেখানে কিছু ফাইলপত্র ছিল। ফায়ার সার্ভিস ১০ মিনিটের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যেখানে কোনো বৈদ্যুতিক লাইন নেই, আবার যে রুমে কেউ পারমিশন ছাড়া ঢুকতে পারে না, সেই রুমে আগুন লাগাটা অস্বাভাবিক। আমার ধারণা, কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আর কত টাকার ক্ষতি হয়েছে সেটা জানতে সময় লাগবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বরিশালের উপপরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে বের করা হবে।
এদিকে বিসিক এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন সময় এই শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফায়ার সার্ভিসের একটি সাবস্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।