Homeকোম্পানি সংবাদরেকর্ড ডেট আজ: ম্যারিকোর প্রতি শেয়ারে ৩০ টাকা পাচ্ছেন বিনিয়োগকারী

রেকর্ড ডেট আজ: ম্যারিকোর প্রতি শেয়ারে ৩০ টাকা পাচ্ছেন বিনিয়োগকারী

স্টাফ রিপোর্টার: নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে রোববার (২১ আগস্ট) লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ বা ৩০ টাকার সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট রোববার (২১ আগস্ট)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা।

আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা ২৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৮৫ টাকা ৩৭ পয়সা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত