আপডেট : আগস্ট ৩০, ২০২২ , ৩:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: জেএমআই গ্রুপের কর্মীরা এখন থেকে কম খরচে বিশেষায়িত সেবা পাবেন- বারডেম জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ হেলথ চেক-আপ সেন্টারে। জেএমআইয়ের নিয়মিত, চুক্তিভিত্তিক ও সাবেক কর্মীসহ তাদের বাবা-মা-স্ত্রী-সন্তানরা এ সেবার আওতায় রয়েছেন।
কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিতে রোববার (২১ আগস্ট/২০২২) বারডেম জেনারেল হাসপাতালের এ কে এম শাহজাহান মিলনায়তনে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয় জেএমআই গ্রুপের সঙ্গে।
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে।
জেএমআইয়ের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মাসউদ হাসান এবং বারডেমের যুগ্ম পরিচালক (হাসপাতাল প্রশাসন) ডা. নাজিমুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, ইউরোলজি বিভাগের প্রধান- অধ্যাপক মির্জা ম হাসান ফায়সাল, যুগ্ম পরিচালক (প্রশাসন) আশফাকুর রহমান, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) ইমরুল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- জেএমআই গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) মু. ফজলে রাব্বী, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মামুনুল ইসলাম, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আশরাফুল করিম ও মো. রাজীব হাসান জনি, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (ব্র্যান্ডিং) আল-ইমরান এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (পরিবহন পরিচালন) মো. মনিরুজ্জামান দরিয়া।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ৩০, ২০২২ , ৩:৪৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।